ফেনীতে অরিজিন স্মাইলের উদ্যোগে এতিমখানায় ভাইদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়
আজ ফেনী অরিজিন স্মাইলের উদ্যোগে সতর দারুল উলুম নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে ১২০ জন এতিম ভাইদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান পরিচালনায় ছিলেন অরিজিন স্মাইলের জেলা সভাপতি সায়মাম ইসলাম কল্প। তিনি বলেন,
“অরিজিন স্মাইল হয়ে পবিত্র মাহে রমজানে এমন একটি দিন এতিম ভাইদের মাঝে কাটাতে পেরে আমরা কৃতজ্ঞ। যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অরিজিন স্মাইলের পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ইসতেহাক আহমেদ চৌধুরী, নুরুল আরেফিন ফয়সাল, রায়হান ইসলাম আসিফ, সামির কাজিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অরিজিন স্মাইলের প্রতিষ্ঠাতা ইসতেহাক আহমেদ চৌধুরী জানান,
“অরিজিন স্মাইল কাজের মূল উদ্দেশ্য হচ্ছে সহায়তার বন্ধনের মাধ্যমে অন্যদের হাসি ফোটানো। আমরা আজ তারই একটি কার্যক্রম এখানে করলাম। আসলে এতিম ভাইদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে। যারা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের ধন্যবাদ।”
সর্বশেষ মুনাজাতে দেশবাসী ও বিশ্বের সকলের শান্তির জন্য দোয়া করা হয়, বিশেষ করে বর্তমান ফিলিস্তিনের ভাই-বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া চান সবাই।

Comments
Post a Comment