হত্যা মামলার আসামী সুশেন বাবুকে কওমী মাদ্রাসায় আশ্রয়ের অভিযোগ

হত্যা মামলার আসামী সুশেন বাবুকে কওমী মাদ্রাসায় আশ্রয়ের অভিযোগ


হত্যা মামলার আসামী সুশেন বাবুকে কওমী মাদ্রাসায় আশ্রয়ের অভিযোগ

হত্যা মামলার আসামী সুশেন বাবুকে কওমী মাদ্রাসায় আশ্রয়ের অভিযোগ
বিশেষ প্রতিবেদক | ফেনীর প্রান্তর | ফেনী | ১৮ এপ্রিল ২০২৫

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুশেন চন্দ্র শীলকে শহরের স্বনামধন্য একটি কওমী মাদ্রাসায় আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা সুশেন চন্দ্র শীল দীর্ঘদিন সেই মাদ্রাসায় অবস্থান করছিলেন এবং স্থানীয় একটি ওলামা চক্রের প্রত্যক্ষ সহায়তায় তিনি সেখানে আশ্রিত ছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ঐ ওলামা চক্রটি ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে সম্প্রতি একাধিক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। যদিও এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীর একাধিক ছাত্রনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন, “যারা ছাত্র হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের আশ্রয় দেয়, তারা অপরাধীর চেয়ে কোনো অংশে কম নয়। তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”

এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা বলেন- এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং মাদ্রাসার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। তবে মাদ্রাসার একাধিক শিক্ষক ও ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সামাজিক মাধ্যমে যা বলা হচ্ছে সে ব্যাপারে আমরাও কিছুটা অবগত। আমরা চাই প্রশাসনিকভাবে তদন্ত হোক।”

এ বিষয়ে দৈনিক ফেনীর সময়ের সাংবাদিক জনাব শহীদুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেন-

"ফেনীতে ৫ আগস্টের পর ৪ আগস্ট মহিপাল হত্যাকান্ডে জড়িত নিজাম হাজারী সহ অনেক নেতাকে বিএনপি টাকার বিনিময়ে পার করে দিয়েছে বা আশ্রয় দিয়েছে এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু একটি নামকরা কওমি মাদরাসায় আশ্রয় দিয়েছিল এ কথা শুনে অনেকে হয়তো অবাক হবেন এবং এটাই সত্য। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শুসেন সহ দুই থেকে তিনজনকে (দুইজনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে) ফেনীর একটি নামকরা কওমি মাদরাসা আশ্রয় দিয়েছিল। প্রথমে শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না৷ কিন্তু একজনকে ওই মাদরাসা থেকে ঢাকা নিয়ে যাওয়ার যখন গল্প শুনলাম, তখন নিজেই অবাক হলাম।
রমজানের ২১ রমজানে ফেনী শহরতলীর আরেক কওমি মাদরাসায় নিজাম হাজারীর অর্থায়নে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং নিজাম হাজারীর নাম উচ্চারণ করে দুয়াও করা হয়েছিল।
এভাবে চলছে আরকি!"

Comments