ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার ধারাবাহিক মানবিক কার্যক্রম।

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার ধারাবাহিক মানবিক কার্যক্রম। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাত্রায় সংগঠনের সদস্যদের নিরলস পরিশ্রম

বিশেষ প্রতিবেদক, ফেনীর প্রান্তর | ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ফেনী: 

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) - ফেনী জেলা শাখা আবারও প্রমাণ করেছে, তারা শুধু একটি আন্দোলন নয়— এটি একটি দায়বদ্ধতা ও মানবিকতার নাম।

প্রচন্ড বৃষ্টির মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন নিসআ ফেনী জেলার একজন সদস্য




দীর্ঘ কয়েক বছর ধরে সংগঠনটি শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, বন্যার্তদের ত্রাণ বিতরণ, এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করছে নিসআ ফেনী জেলা শাখার সদস্যরা।

বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে তারা রিকশা ঠেলে দিচ্ছেন, পরীক্ষার্থীদের ছাতা ধরে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন— যেন কোনো দুর্যোগই তাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

নিসআ ফেনী জেলার সভাপতি জিয়া উদ্দিন বলেন,

“আমরা শুরু থেকেই শুধু সড়ক নিরাপত্তা নিয়ে নয়, মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি। পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেটা আমাদের দায়িত্ব মনে করি। আমাদের এই কাজ শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি আমাদের ভালোবাসা ও বিশ্বাসের জায়গা।”

একজন অভিভাবকের কণ্ঠে কৃতজ্ঞতা: “এই আবহাওয়ায়ও ওরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেটা তো নিছক সহানুভূতি নয়— একেবারে ইবাদতের মতো কাজ।”

এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।


Comments