দৈনিক ফেনীর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, আত্মস্বীকৃত মাদককারবারিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দৈনিক ফেনীর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, আত্মস্বীকৃত মাদককারবারিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম



ফেনী শহর প্রতিনিধি:

দৈনিক ফেনীর দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং আত্মস্বীকৃত মাদককারবারিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ফেনীতে কর্মরত সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটি।


বক্তারা জানান, দৈনিক ফেনীর দুই সাহসী সাংবাদিক সম্প্রতি জেলার চিহ্নিত মাদককারবারিদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে উঠে আসে স্থানীয় এক প্রভাবশালী মাদকব্যবসায়ীর নাম ও কার্যকলাপ। এরপরই উল্টোভাবে সাংবাদিকদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু হয়।


এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে লড়াই করছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখানোর অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পেছনে একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে।”


মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার এবং রিপোর্টে উল্লিখিত আত্মস্বীকৃত মাদককারবারিকে গ্রেপ্তার না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”


মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ। বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

Comments