পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত সাড়ে ১০টায় পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, বাশঁপদুয়া সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা চালায় চার বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, শ্রীদামচন্দ্র শীলের স্ত্রী সনজিতা রানী শীল, ছেলে নোবেল চন্দ্র শীল ও মেয়ে বর্ষা রানী শীল।
আটককৃতরা জানান, বাসপদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমদের সহায়তায় তারা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। বিজিবির উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, হাসান ও আলী আহমদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্তে মানবপাচারে জড়িত। আটককৃতদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে
Comments
Post a Comment