যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিজানুর রহমানকে ফাঁসানোর অভিযোগ, বললেন ইনটেক প্রোপার্টিজের এমডি
সিরাজুল হক টিপু | বিশেষ প্রতিবেদক | ফেনীর প্রান্তর
২০ এপ্রিল ২০২৫ | ্সোনাগাজী
যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিজানুর রহমানকে ফাঁসানোর অভিযোগ, বললেন ইনটেক প্রোপার্টিজের এমডি
সম্প্রতি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়া মিজানুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার ভাই ও ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম।
শনিবার এক ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আমার ভাই একজন খেটে খাওয়া মেহনতি মানুষ। পারিবারিক কলহকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে আমাদের বাসার বারান্দায় একটি অচল অস্ত্র রেখে যায়। আর সেই নাটকীয় ঘটনাকে কেন্দ্র করেই যৌথ বাহিনী আমার ভাইকে গ্রেফতার করে।”
এই গ্রেফতারকে তিনি ‘জজ মিয়া নাটকের পুনরাবৃত্তি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমি আবাসন ব্যবসা করি, যার ফলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে আমার ছবি থাকতেই পারে। তবে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এমনকি কোনো দলের ফরমও পূরণ করিনি।”
ফখরুল ইসলাম আরও জানান, খুব শিগগির তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “স্রোতে গা না ভাসিয়ে সত্যটা খুঁজে বের করুন। আমার ভাই নিরপরাধ—তাকে মুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা দরকার।”
মিজানুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠজনদের দাবি, পুরো ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। এলাকায় এ নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও চাঞ্চল্য
Comments
Post a Comment