ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
ফেনী, ২২ এপ্রিল ২০২৫:
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে ফেনী সদর উপজেলা ছাত্রদল। প্রতিদিনের মতো আজও ছাত্রদলের সদস্যরা সকাল থেকে কেন্দ্রের বাইরে বসে পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করেন।
উল্লেখ্য, প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা।
ছাত্রদলের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। তারা জানান, এই রকম উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। পরীক্ষার্থীরাও জানান, গরমের মধ্যে এই পানি ও স্যালাইন পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।
এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Comments
Post a Comment