পৃথিবীকে বাঁচাতে যুবদের উদ্যোগ: ফেনীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি
বিশেষ প্রতিবেদক, ফেনীর প্রান্তর | ২২ এপ্রিল ২০২৫
বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়াতে ফেনীতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির। “পৃথিবীকে বাঁচাতে যুবদের উদ্যোগ: প্লাস্টিক কমান, ভবিষ্যৎ রক্ষা করুন” শিরোনামের এ আয়োজনে নেতৃত্ব দেয় ইকোরেভোলিউশন (EcoRevolution) ও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ফেনী জেলা শাখা।
সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এক প্রতীকী পদযাত্রা। হাতে ‘Reduce, Reuse, Recycle’ বার্তা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তারা জনসাধারণের মাঝে প্লাস্টিক দূষণের ভয়াবহতা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, “প্লাস্টিক দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এর থেকে উত্তরণের পথ হলো সচেতনতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ।”
আয়োজকদের পক্ষে ইকোরেভোলিউশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক বলেন,
“আমরা বিশ্বাস করি, পৃথিবীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শুধু আলোচনায় নয়, বরং বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। তরুণরাই পারে পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিতে এবং একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে।”
তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে ইকোরেভোলিউশন
Comments
Post a Comment