অবহেলায় ধ্বংসের পথে মরহুম মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুল

অবহেলায় ধ্বংসের পথে মরহুম মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুল


ফেনী শহর, ২২ এপ্রিল ২০২৫:

এক সময় ফেনী শহরের গর্ব ছিল মরহুম মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুল। অথচ আজ তা পরিণত হয়েছে এক পরিত্যক্ত, ভগ্নদশাগ্রস্ত ভবনে। অভ্যন্তরীণ চিত্রে দেখা যায়, ভবনের দেয়াল চৌচির, মেঝে জুড়ে ময়লা-আবর্জনা ও ধুলোবালি। কোন রকম রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে ব্যবহারের অযোগ্য

সুইমিংপুলটি এখন আর জলে ভরা নয়—বরং শুকিয়ে যাওয়া পুলে শিশুরা ডাংগুলি খেলছে, তরুণরা তার চারপাশে আড্ডা দিচ্ছে, কেউবা ভবনের ভেতরের অবশিষ্ট যন্ত্রপাতি এনে মাঠে নাচানাচি করছে। ব্যবহারের কোনো নিয়ম নেই, তদারকির কোনো নজিরও নেই



স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এত বড় একটি অবকাঠামো বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে, অথচ তা সংস্কার করে শিশুদের সাঁতার শেখার একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত।"

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি বা স্থানীয় প্রশাসনের সঠিক উদ্যোগ ও তদারকি থাকলে ভবনটিকে পুনরায় কার্যকর করা সম্ভব। এতে করে শহরের শিশু-কিশোরদের জন্য একটি সুস্থ বিনোদন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হতো।

Comments